সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্ট, এগরায় গ্রেপ্তার স্কুল শিক্ষক...
আজকাল | ১২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে উত্তেজনার আবহে পূর্ব মেদিনীপুরের এগরায় ভারত বিরোধী মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ধৃত সামসের আলম খান এগরা ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। পেশায় তিনি শুধু শিক্ষক নন, একজন গ্রামীণ হাতুড়ে চিকিৎসকও।
অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্য ও পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট করেন তিনি। এই ঘটনায় বাসুদেবপুরের বাসিন্দা সচিন সিনহা এগরা থানায় লিখিত অভিযোগ জানান। এরপরই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার প্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সামসের আলমের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় ফের একবার সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও শিক্ষক সমাজে দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন উঠছে। শুধু তাই নয় এই ব্যক্তির দেশদ্রোহীদের সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দিচ্ছে পুলিশ।