আজকাল ওয়েবডেস্ক: ফের একবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকা। সোমবার সকালে সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে বোমা ফেটে গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহতদেরকে নাম নুসরত জাহান (৬) ও সামিয়া সুলতানা (১১)। বিস্ফোরণের অভিঘাতে নুসরতের বাঁ হাতের সামনের অংশ উড়ে গিয়েছে। অপর আহত শিশুর পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত রয়েছে। নুসরত বর্তমানে মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জঙ্গিপুর পুলিশের সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, 'বিস্ফোরণের ঘটনায় দু'জন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর হলেও অন্যজনের সেভাবে আঘাত লাগেনি। এলাকায় আর কোনও বোমা রয়েছে কিনা তা দেখার জন্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষিত বাহিনী 'কম্বিং' এবং 'সার্চিং' অপারেশন চালাচ্ছে। ওই এলাকায় কারা বোমা রেখে গিয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।'
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নুসরত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তারা ঝোঁপের মধ্যে কয়েকটি প্লাস্টিকের বল খুঁজে পায়। নুসরত বলের মতো দেখতে জিনিসটিকে তুলতে গেলে হঠাৎই সেটি প্রচণ্ড শব্দে ফেটে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে তার খুব কাছেই রয়েছে ফরাক্কা এনটিপিসির একটি 'অ্যাশ পন্ড'। সেখান থেকে দৈনিক ৪০০-৫০০ ডাম্পার ছাই নিয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যায়। সামশেরগঞ্জের মালঞ্চের অ্যাশ পন্ড থেকে কার ডাম্পার ছাই তুলবে তা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতীদের মধ্যে বিবাদ লেগে রয়েছে। অভিযোগ উঠেছে, ওই এলাকার স্থানীয় এক দুষ্কৃতী মদন মীর একতরফাভাবে অ্যাশ পণ্ডে নিজের কর্তৃত্ব কায়েম করার জন্য এবং এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বাড়ির কাছে প্রচুর বল বোমা মজুত করে রেখেছিল।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, প্লাস্টিকের রঙিন বলকে দু'ভাগ করে তার মধ্যে বারুদ ঢুকিয়ে ফের একবার তা সেলোটেপ দিয়ে বন্ধ করে এই বল বোমাগুলো তৈরি করা হয়। মাঠের মধ্যে রংবেরঙের বল বোমা পড়ে থাকলে কোন শিশু বা সাধারণ মানুষের পক্ষে একবার দেখে বোঝা সম্ভব নয় সেগুলো আদতে বোমা।
ওই আধিকারিক জানান, সোমবার সকালে যখন নুসরত এবং সামিয়া তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল সেই সময় তারা এই বল বোমাগুলোকে খুঁজে পায়। বোমাকে বল ভেবে ছোড়াছুড়ি খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
সামশেরগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, যে এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তার থেকে কিছুটা দূরে বেশ কয়েকটি তাজা বল বোমা উদ্ধার করা হয়েছে।