স্যালাইন কাণ্ড: ৪ মাসের লড়াই শেষ, এসএসকেএম-এ মৃত্যু মেদিনীপুরের প্রসূতির
বর্তমান | ১২ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডের জেরে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন ওই হাসপাতালে ভর্তি থাকা ৫ প্রসূতি। স্যালাইনে বিষক্রিয়ার জেরে প্রথমেই মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। তড়িঘড়ি বাকি চারজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কলকাতায়। রেখা সাউ, মাম্পি সিং, মিনারা বিবি এবং নাসরিন খাতুনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তারপর গত ১২ জানুয়ারি থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন নাসরিন। ৪ মাসের সেই লড়াই অবশেষে শেষ হল। গতকাল অর্থাৎ রবিবার রাত ১১টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। মাল্টি অরগ্যান ফেলিওয়ের ফলেই মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছিল, মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ায় পাশাপাশি কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছিল নাসরিনের। অন্যদিকে, নাসরিনের পরিবারের দাবি, প্রায় ১০ দিন আগেই না কী জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। প্রায় সুস্থই হয়ে উঠছিলেন তিনি। গত ১০ মে, শনিবারই বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু শুক্রবার রাত থেকেই ফের খিঁচুনি এবং বমি শুরু হয়। শেষে রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ, সোমবারই নাসরিনের দেহের ময়নাতদন্ত হওয়ার কথা বলে হাসপাতাল সূত্রে খবর। প্রসঙ্গত, নিষিদ্ধ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাসপেন্ডও করা হয়েছিল ওই সময়ে ডিউটিরতদের।