‘ভারতবিরোধী পোস্ট’ করার অভিযোগে গ্রেপ্তার মুর্শিদাবাদের যুবক
দৈনিক স্টেটসম্যান | ১২ মে ২০২৫
সমাজমাধ্যমে ‘ভারতবিরোধী পোস্ট’ করার অভিযোগে বাঁকুড়া পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের এক যুবক। অভিযোগ, ভারতের বাসিন্দা হওয়া সত্ত্বেও পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন তিনি। ধৃতের নাম ইমরান শেখ ওরফে সম্রাট। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৯৬, ১৯৭(১)(সি), ১৫২, ৩৫২ ও ৩৫৩ (১) নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার বিজেপি কর্মীরা ওই যুবককে কান ধরে ওঠবোস করানোর পর পুলিশের হাতে তুলে দেন। বাঁকুড়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, দিনরাত সামাজিক মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। দেশবিরোধী এবং বিদ্বেষমূলক কোনও পোস্ট নজরে পদক্ষেপ করা হচ্ছে। সাধারণ মানুষকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকার বাসিন্দা ওই যুবক ফেরিওয়ালার কাজ করতে বাঁকুড়ার বড়জোড়ায় আসেন। সেখানে কয়েকজনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভারতবিরোধী বিভিন্ন ছবি এবং লেখা পোস্ট করেছিলেন ইমরান। পাকিস্তানকে সমর্থন জানিয়েও পোস্ট করেছিলেন। গোটা বিষয়টি স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করতেই শোরগোল পড়ে যায়। বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন, ‘দেশবিরোধী কাজের বিষয়টি নজরে আসতেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। আগামী দিনে এমন লোকদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন করব।’
এর আগে ভারতীয় সেনার প্রতি অসম্মানজনক পোস্ট করায় বাঁকুড়ার রাইপুর ব্লকের উপরবাঁধা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছিল এক যুবককে। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতেও একই অভিযোগে মুর্শিদাবাদের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর একই অভিযোগ সামনে এল বাঁকুড়া থেকে। ওই যুবকের কাছে স্থানীয়রা জানতে চান, তিনি কেন এমন কাজ করলেন। এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। যুবককে কান ধরে ওঠবোস করতে বলা হয়। স্থানীয় সূত্রে খবর, ফেসবুক পোস্টের প্রেক্ষিতে মুর্শিদাবাদের ওই যুবককে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে বলা হয়। তিনি তা-ই করেন। এরপর বড়জোড়া থানার পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।