• সেনাবাহিনীর পোশাকে দুই তরুণীর ভাইরাল ভিডিও, সাইবার থানায় অভিযোগ দায়ের
    প্রতিদিন | ১২ মে ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে সোশাল মিডিয়ার জন্য রিলস তৈরি। নাচ-সহ নানা অঙ্গভঙ্গি দুই তরুণীর। সেই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে। নেটিজেনদেরও ক্ষোভের মুখে পড়েছেন তাঁরা। ঘটনাটি নদিয়ার কল্যাণী এলাকার। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। শুধু তাই নয়, অতন্ত্রপ্রহরী হয়ে জওয়ানরা দেশের মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। সেখানে কীভাবে সেনাবাহিনীর পোশাক পরে এমন কাজ হতে পারে? সেই প্রশ্ন উঠেছে। ওই দুই তরুণীকে গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম বিভাগে।

    সেনাবাহিনীর পোশাক পরে কাপা ব্রিজের উপর ওই ভিডিও তোলা হয়। ভারত-পাক অস্থিরতার আবহে ওই উদ্দাম নাচ ‘অপরাজিতা কি দুলহানিয়া’ নামে ওই পেজে আপলোড করা হয়। নদিয়া জেলার হরিণঘাটার দত্তপাড়া এলাকার বাসিন্দা অপরাজিতা গোলদার ওই পেজ চালান বলে খবর। তিনি আরও এক তরুণীকে নিয়ে ওই ভিডিও তৈরি করেন। এই ঘটনার জেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় ওই দুই মহিলার অভিযোগ দায়ের করেছেন এক প্রাক্তন সেনা কর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি। সেনাবাহিনীর পোশাক তারা কোথা থেকে পেলেন? বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র দপ্তরের নিষেধ সত্ত্বেও কেন তারা এরূপ আচরণ করলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন।

    এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি অপরাজিতা। যদিও অপরাজিতার বাবা নবকুমার মণ্ডল বিষয়টি ভালোভাবে নেননি। মেয়ের এই কাজকে সমর্থনও করেননি। তিনি বলেন, “এটি অন্যায়। মেয়ে ভুল করেছে।” ঘটনায় রীতিমতো সরব হয়েছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তিনি এই ঘটনায় নিন্দা করেছেন।
  • Link to this news (প্রতিদিন)