ভারত-পাক দ্বন্দ্বের মাঝে দলীয় কর্মসূচি স্থগিত বঙ্গ বিজেপির, শর্তসাপেক্ষে হবে তেরঙ্গা যাত্রা
প্রতিদিন | ১২ মে ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। পাকিস্তান ও পাক অধ্যুষিত কাশ্মীরে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সেনার সাফল্যপ্রাপ্তি। ভারতের মাটিতে নিরীহ ২৬ প্রাণের বদলা নিতে এহেন পালটা আক্রমণে কার্যত দিশেহারা পাকিস্তান। বিশেষত সে দেশের সন্ত্রাসবাদীদের আখড়ার অধিকাংশই মাটিতে মিশে গিয়েছে। ভারতীয় সেনার এমন সাফল্যে অভিনন্দন জানাতে বড়সড় কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। কিন্তু সেই কর্মসূচি স্থগিত হয়ে গেল। বলা হয়েছে, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই এখনই কোনও রাজনৈতিক প্রচার নয়, সেনাকে অভিনন্দন জানাতেও কোনও কর্মসূচি নয়। তাতে ভুল বার্তা যেতে পারে দেশবাসীর কাছে।
অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বিধানসভা ভিত্তিক মিছিল কর্মসূচি স্থির করেছিল গেরুয়া শিবির। কিন্তু আচমকাই সব স্থগিত করা হল। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, সেনাকে অভিনন্দন জানিয়ে বিধানসভা ভিত্তিক মিছিল আপাতত বন্ধ। রবিবার দলের গ্ৰুপে এই নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। গরমের জন্য মুর্শিদাবাদে বাইক মিছিল বাতিল করা হয়েছে। দলের তরফে বক্তব্য, যুদ্ধ বন্ধ হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। তাই এখনই কোনও রাজনৈতিক প্রচার নয়। এমনকি সেনাদের কোনও অভিনন্দন জ্ঞাপনও নয়।
দলের পুরনো এক রাজ্য নেতার কথায়, ”যুদ্ধ করে আমরা কী পেলাম? পহেলগাঁওয়ে জঙ্গিরা ধরা পড়েনি। পাক অধিকৃত কাশ্মীর দখলে আসেনি। তার মধ্যে নিজের দেশের বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ করল। তা নিয়ে বিজেপি এবং আরএসএস কোনও বক্তব্য নেই। মানুষ বিভ্রান্ত। তাই কী করে এই অবস্থায় মিছিল হবে?”
তবে বিশেষ শর্ত মেনে তেরঙ্গা যাত্রা করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। জানানো হয়েছে, সিটিজেন্স ফর ন্যাশনাল সিকিওরিটি, এই ব্যানারে তেরঙ্গা যাত্রা হবে। বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে এই নির্দেশিকা এসেছে বলে খবর। দেশের পতাকা নিয়ে, দেশাত্মবোধক সঙ্গীত বাজিয়ে তেরঙ্গা যাত্রায় দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করাতে হবে। বিজেপির পতাকা থাকবে না, ‘জয় শ্রীরাম’ ধ্বনি চলবে না। তবে বলা যাবে ‘মোদি জিন্দাবাদ’।