• Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, পার্পল লাইনে প্রথম ট্রেনের সময় এগোল ১ ঘণ্টা, চলবে রাত অবধি
    এই সময় | ১২ মে ২০২৫
  • জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোর পার্পল লাইনের যাত্রীদের জন্য আবারও সুখবর। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৩ মে থেকে এই রুটে ৪০টির বদলে দৈনিক ৬২টি ট্রেন চলবে। এই রুটে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত আপাতত ট্রেন চলে।

    যাত্রীদের সুবিধার কথা ভেবে মঙ্গলবার থেকে এই রুটে মেট্রোর সংখ্যা বাড়ছে। ৬২টির মধ্যে ৩১টি চলবে আপ লাইনে ও ৩১টি চলবে ডাউনে। ২৪ মিনিট অন্তর ট্রেন চলবে। বর্তমানে সোমবার থেকে শুক্রবার আপে ২০টি ও ডাউনে ২০টি মিলিয়ে মোট ৪০টি মেট্রো চলে। শনিবার ও রবিবার কোনও মেট্রো চলে না।

    সময় এগিয়ে আনা হয়েছে প্রথম মেট্রোরও। আগে সকাল ৮টা ২৭ মিনিটে প্রথম মেট্রো ছাড়ত। মঙ্গলবার থেকে ৭টা ৫৭ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে। অনেকটাই সময় সীমা বাড়ল শেষ মেট্রোর ক্ষেত্রেও।

    প্রথম মেট্রো

    শেষ মেট্রো

  • Link to this news (এই সময়)