• পূর্ব মেদিনীপুরে একাধিক সমবায়ে জয় তৃণমূলের, দাঁড়াতেই পারল না বিরোধীরা
    এই সময় | ১২ মে ২০২৫
  • সম্প্রতি কয়েক মাসে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায়ের নির্বাচনের ফলে পদ্ম শিবিরকে মাথা তুলতে দেয়নি শাসক দল। সোমবার হলদিয়ার আরও একটি সমবায় পরিচালন সমিতির ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস। হলদিয়ার চকদ্বীপা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না বিরোধীরা।

    সোমবার হলদিয়ার চকদ্বীপা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। সমবায়ের মোট আসন ১২টি। তার মধ্যে আগে মনোনয়ন পর্বেই ৪ জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। বাকি ৮ আসনের জন্য নির্দল, সিপিএম, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট প্রার্থী ছিলেন ২৪ জন।

    নির্বাচন হয় কড়া পুলিশি পাহারায়। বিকেলে ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, বাকি ৮টি আসনেও তৃণমূল জয়লাভ করে। অর্থাৎ, মোট ১২টি আসনেই জয়লাভ করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সমবায়ের মোট ভোটার ৭৭৬ টি, যার মধ্যে ভোট পড়েছিল ৮৫ শতাংশ।

    রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। যার মোট আসন সংখ্যা ৪৪টি। সেখানেও ৩৭টি আসন দখল করেছে তৃণমূল। বাকি ৭টি আসন পেয়েছে রাম-বাম জোট। এই সমবায় উত্তর ও দক্ষিণ কাঁথি বিধানসভা এলাকা নিয়ে গঠিত। যেগুলি বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি। বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও বিজেপি এগিয়ে। সেই এলাকায় যে ভাবে তৃণমূলের জয়জয়কার, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির।

    হলদিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস দাস বলেন, ‘এই জয় মা-মাটি-মানুষের জয়। বিরোধীরা অনেক কুৎসা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেও মানুষ আমাদের সঙ্গেই আছে। ২৬-এর নির্বাচনেও আমরা জিতছি। তার পূর্বাভাস জেলায় জেলায় তৃণমূলের এই জয়।’ যদিও সমবায় নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে না বিজেপি। এর প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে না বলে দাবি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভূঁইয়ার।

  • Link to this news (এই সময়)