• পাকিস্তানের সমর্থনে পোস্ট, কাটোয়া থেকে গ্রেপ্তার যুবক
    এই সময় | ১৩ মে ২০২৫
  • ভারত-পাক সংঘর্ষের আবহে পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ। রবিবার গভীর রাতে কাটোয়ার দাঁইহাটের মোকাম পাড়া থেকে মিলন শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অভিযোগ, অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের সমর্থনে একের পর এক পোস্ট করছিলেন মিলন। এরপরই পুলিশে অভিযোগ জানান রণবীর বিশ্বাস নামে এলাকার এক বাসিন্দা। তিনি মিলনের কিছু আপত্তিকর পোস্টের কথা জানিয়েছেন।

    একটি পোস্টে অভিযুক্ত লেখেন, ‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পরাজয় স্বীকার করল ভারত। চিনের রাডারেই কাবু ফ্রান্সের রাফাল। ভারতের দম্ভ পাকিস্তানে ভূপতিত।’

    অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। এরপর রবিবার বিকেলে টোটো স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় মিলনকে। জানা গিয়েছে, মিলন পেশায় টোটোচালক। গ্রেপ্তারির পর তিনি বলেন, ‘একটা ছবি শেয়ার করেছিলাম। বুঝতে পারিনি কী ছবি ছিল। ওই জন্যই পুলিশ গ্রেপ্তার করেছে।’

    মিলনের বিরুদ্ধে দেশদ্রোহিতা, দেশবিরোধী মন্তব্য, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্য, সার্বভৌমত্ব নষ্ট ও ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়া-সহ একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। সোমবার ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, রবিবার পাকিস্তানের সমর্থনে পোস্ট করার অভিযাগে ডোমজুড় থেকেও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)