একসঙ্গে অসুস্থ, মৃত্যুও একসঙ্গেই, মরণেও আলাদা হলেন না দম্পতি
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রাস্তাতেই প্রথমে অসুস্থ হয়ে পড়েন স্বামী। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। উদ্ধার করে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁদের। মৃত হরবন্ধু দাশ (৭৮) ও তাঁর স্ত্রী মিনতি দাশ (৬৫) দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ থানার কৈলাশ নগরের বাসিন্দা। হরবন্ধু ও তাঁর স্ত্রী পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
জানা গিয়েছে, কাজে বেরনোর আগে প্রতিদিন সকালে বিভিন্ন গাছগাছালি দিয়ে ভেষজ ওষুধ তৈরি করে তা পান করে কাকদ্বীপের সবজি বাজারে সবজি কিনতে বেরিয়ে যেতেন দম্পতি। সোমবারও তাই করেছিলেন। পথে হঠাৎ প্রথমে হরবন্ধু এবং তার কিছুক্ষণের মধ্যেই স্ত্রী মিনতিদেবী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
উদ্ধার করে তাঁদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পরেই মৃত্যু হয় তাঁদের। দম্পতির মেয়ে আঁখি দাশ জানান, 'হাসপাতালে আমি পৌঁছনোর পর বাবা আমায় বলেন ভেষজ ওষুধের পরিমাণ আজ একটু বেশি হয়ে গিয়েছিল বলেই এই অসুবিধা।' কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বৃদ্ধ দম্পতির সুগার, ব্লাড প্রেশার-সহ বার্ধক্যজনিত নানারকম অসুস্থতা ছিল। রোগ প্রতিরোধে বিভিন্ন গাছের ছাল ও জড়িবুটি দিয়ে নানারকম ওষুধ বানিয়ে খেতেন তাঁরা। এদিন ওষুধ গ্রহণের পরিমাণ বেশি হয়ে থাকতে পারে বলে চিকিৎসকদের প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।