• ভারত-পাকিস্তান দ্বন্দেও গাছ থেকে নামলেন না 'মাচান বাবা', মঙ্গল কামনায় সেখানেই করলেন প্রার্থনা 
    আজকাল | ১৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :বয়স পেরিয়ে গিয়েছে ৬০। গত ২৬ বছর ধরে গাছই তাঁর ঘরবাড়ি। তার উপরেই রয়েছেন তিনি। ঝড়, জলেও সেখান থেকে নামেন না। নামটা শ্যামল দাশ হলেও এই নামে তাঁকে কেউ ডাকেন না। এলাকায় পরিচিতি 'মাচান বাবা' নামে।

    ভিক্ষাবৃত্তি করেই দিন কাটে তাঁর।‌ অতীতে ভালো কাঠের মিস্ত্রি হিসেবে পরিচিত ছিলেন। সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে এই মুহূর্তে নদীয়ার নবদ্বীপ গঙ্গার ঘাট এলাকায় রানীর চরে একটি কদম গাছের উপর ঘর বানিয়ে সেখানেই রয়েছেন তিনি। এলাকার লোকের কাছে গাছটার পরিচিতি মাচান বাবার গাছ হিসেবে।  ঘরে কোনও বৈদ্যুতিন আলো নেই। একাই থাকেন। 

    কোনও দেবদেবীর আরাধনা করেন না তিনি। নিজের হাতে রান্না করে খাওয়ান কুকুর, বিড়াল ও হনুমানদের। তাঁর কথায়, এদের সঙ্গে বন্ধুত্ব থাকার জন্য কোনোদিন তাকে এরা আক্রমণ করেনি বা ক্ষতিও করেনি। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে দেশবাসীর মঙ্গল কামনায় গাছে উঠেই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। তাঁর কথায়, 'দেশকে ভালোবাসি। তাই দেশের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য গাছের উপরেই সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।'
  • Link to this news (আজকাল)