• অশান্তির আবহে শান্তির বাণী, বালি দিয়ে গড়ে তোলা হল বুদ্ধমূর্তি
    আজকাল | ১৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার গৌতম বুদ্ধের জন্মদিন বা বুদ্ধ পূর্ণিমার দিন পূর্ব বর্ধমানের গৈতানপুরের দামোদরের চরে পশ্চিমবঙ্গের বালুকা শিল্পীরা গড়েলেন বুদ্ধ মূর্তি। শিল্প-সুষমার অসাধারণ পরিচয়ে গড়ে তোলা এই বুদ্ধের মুখে বরাভয়। মানবিক চেতনার এক অনির্বচনীয় প্রশান্তি। এছাড়াও গোটা বালির চর জুড়ে সাজানো রয়েছে আরও অনেক বালুকা শিল্পের সুষমা।

    প্রশান্ত দাশগুপ্ত কলেজের অধ্যাপক রঙ্গজীব রায় এই কাজের মধ্যমণি। সারা বছর এই নদীর তীরেই নানা শিল্প ভাস্কর্যের মাধ্যমে তিনি নানা সামাজিক বার্তা দিয়ে থাকেন। তবে এই কাজে তিনি একাই নন। কলকাতা-সহ গোটা বাংলার বিভিন্ন জেলার ১৩ জন শিল্পী এই বৃহৎ সৃষ্টি সুখের উল্লাসে মগ্ন দু'দিন ধরে। ইতিমধ্যেই এই কাজ আলোড়ন ফেলেছে শিল্পী ও সমঝদার মহলে৷ 

    শিল্পীরা জানালেন, গোটা পৃথিবীর মানচিত্র আজ হিংসায় দীর্ণ। তবু বুদ্ধের চেতনা আজও পৃথিবীতে মানবিক বোধের দিশারী। তাঁর জন্মদিনে তাঁদের শ্রদ্ধা বালুকাশিল্পের মাধ্যমেই।

    বালিতে তৈরি এই অনন্য ভাষ্কর্য। হয়তো দামোদরে জল বাড়লে এই শিল্প ভেসে যাবে, মুছে যাবে। কিন্তু মুছে যাবে না বুদ্ধের শান্তির ললিত বাণী।
  • Link to this news (আজকাল)