মর্মান্তিক পরিণতি, নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দু’জন
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নদীতে স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে মৃত্যু হল দু’জনের। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদোল পাড়া এলাকায়।
জানা গেছে, গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চার পড়ুয়া নদীতে স্নান করতে নেমেছিল। তার মধ্যে এক জন নাবালক ও তিন জন নাবালিকা। চার জনই প্রতিদিন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে নেমে স্নান করত। তবে এদিন তারা খেলার ছলে কাগজের কালী প্রতিমা বানিয়েছিল। সেটিকে পুজো দিয়ে বিসর্জন দিতে নদীতে নামে চার জনই। এরপরই চার জন তলিয়ে যেতে থাকে।। তাদের চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা নদীতে নামে। এক নাবালক ও এক নাবালিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে দীর্ঘক্ষণ ধরে হদিশ মিলছিল না বাকি দু’জনের।
এরপর খবর দেওয়া হয় থানায়। নদীতে নামানো হয় ডুবুরি। স্থানীয় বাসিন্দা ও ডুবুরিদের সহায়তায় দুই নাবালিকাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের বরাহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহদুটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।