• মালদহে মাদক-সহ ধৃত পুলিশকর্মী, তুঙ্গে রাজনৈতিক তরজা
    আজকাল | ১৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাদক-সহ এক পুলিশকর্মীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। অভিযুক্ত মহম্মদ সফিকুল শেখ মালদার মানিকচক থানার এএসআই এবং এবং বালুটোলা ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তারসঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে এক এনভিএফ কর্মী সফিকুল ইসলামকে। এই দু'জন ছাড়াও আরও দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার এদের গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ধৃতিদের থেকে ৪০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    জানা গিয়েছে, মাদক পাচারের সঙ্গে পুলিশকর্মীর এই যোগসাজশের কথা রবিবার জানতে পারেন মিল্কি পুলিশ ফাঁড়ির কর্তারা। ওই রাতেই অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার হাফিজটোলা গ্রাম থেকে চারজনকে ধরা হয়। উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। গ্রেপ্তার করা হয় সকলকেই। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

    বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ঘটনার সঠিক তদন্ত করে আর কে বা কারা যুক্ত আছে সেটা দেখা উচিত। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে পুলিশ সরাসরি মাদক কারবারে যুক্ত হয়ে পড়ছে। 

    পাল্টা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কেন্দ্রের পুলিশ বা অন্য রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করেনি। রাজ্যের পুলিশই গ্রেপ্তার করেছে। বিজেপি সব কিছুতেই রাজনীতি খোঁজে।
  • Link to this news (আজকাল)