আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সেনাদের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ। কোন্নগর ডিওএলডি এলাকায় তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ ভারতের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন।
হুগলির রিষড়ার ছেলে পূর্ণম কুমার সাউকে পাকিস্তান বন্দি করে রেখেছে। তাঁকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়।
ভারত পাক বিষয়ে আমেরিকার নাক গলানোর প্রতিবাদ জানাচ্ছেন তারা।
সোমবার সন্ধেয় কোন্নগর ধারসা সংলগ্ন জিটি রোড এলাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান এলাকার দুই কাউন্সিলর সহ সাধারণ তৃণমূল সমর্থকরা। তারা জানান যদি পূর্ণম কুমার সাউকে পাকিস্তান না ছাড়ে সেক্ষেত্রে আগামী দিন এই রাস্তার আন্দোলন রাজ্য সরকারের মাধ্যমে দিল্লির দরবারে পৌঁছে যাবে। যাতে কেন্দ্রীয় সরকার পূর্ণম কুমার সাউ এর মুক্তির জন্য অবিলম্বে ব্যবস্থা নেয়।