ট্রান্সফর্মার ফেটে আগুন, চাঞ্চল্য আবাসনে
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বেসমেন্টে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ফেটে গিয়ে আগুন ধরে চাঞ্চল্য ছড়াল বহুতল আবাসনে। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার কালীতলার একটি বহুতল আবাসনে। বিকট শব্দ করে ফেটে যায় ট্রান্সফর্মার। সেই সঙ্গে কালো ধোঁয়ায় বহুতলের আবাসিক ও প্রতিবেশীরা ভয়ে রাস্তায় বেড়িয়ে আসেন। বিকেলে হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপত্তি এড়ানো গিয়েছে।
বাসিন্দাদের অভিযোগ জনবহুল এলাকায় বহুতলের নীচে বিপজ্জনকভাবে ট্রান্সফর্মার বসানো হয়েছে। বাসিন্দাদের আপত্তি শোনা হয়নি। অরিজিত মিত্র নামে এক বাসিন্দা বলেন, ‘এদিন বিকেলে ট্রান্সফর্মার ফেটে যায়। আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা বিদ্যুৎ বন্টন সংস্থাকে জানিয়েছি কাজ হয়নি।’ ঘটনার খবর পেয়ে হাজির হন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা। তিনি বলেন, ‘খুবই বিপজ্জনক ঘটনা। যদিও বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। দমকলের কর্মীরা জানিয়েছেন ট্রান্সফর্মার ফেটে আগুন ধরেছে।’
Link to this news (আজকাল)