• পুলিশের জালে ধরা পড়ল জাফরাবাদে বাবা–ছেলেকে খুনের ঘটনার অস্ত্র সরবরাহকারী ...
    আজকাল | ১৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায় অশান্তির ঘটনার সময় জাফরাবাদ গ্রামে বাবা ছেলেকে একসঙ্গে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারীরা। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম একবর শেখ (৩০) ওরফে আকবর আলি। ধৃত যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকার শুলিতলা গ্রামে। 

    সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির ঘটনার সময় জাফরাবাদ গ্রামে বাবা–ছেলেকে কুপিয়ে খুন করে আরও কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে একবর মুর্শিদাবাদ জেলা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, এরপর ওই যুবক নাম ভাঁড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মহাগামা থানা এলাকার কুশতলা নামে একটি জায়গায় গোপনে থাকতে শুরু করে। 

    জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, সামশেরগঞ্জ এবং সুতি থানা এলাকায় সংঘর্ষের ঘটনাগুলোর তদন্তের জন্য যে ‘‌সিট’‌ গঠন করা হয়েছে তার তদন্তকারীরা সম্প্রতি খবর পান খুনের ঘটনার পর থেকে একবর ঝাড়খণ্ডে লুকিয়ে রয়েছে। রবিবার গভীর রাতে সেখানে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটি টিম অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে একবরকে। 

    প্রসঙ্গত, একবরের গ্রেপ্তারি ধরে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা গিয়ে দাঁড়াল ১১। পুলিশ সূত্রের খবর, এই খুনের সঙ্গে জড়িত আরও দু’‌একজন এখনও পলাতক রয়েছে। 

    জেলা পুলিশের এক আধিকারিক জানান, দু’‌দিন আগে ঝাড়খণ্ডের পাকুড় থেকে হজরত শেখ নামে এক যুবককে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বাবা ছেলেকে কুপিয়ে খুন করার সময় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তার যোগান দিয়েছিল একবর।
  • Link to this news (আজকাল)