জারি কমলা সতর্কতা, কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, মেঘ ঢুকছে আকাশে...
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান হয়ে মেঘ ঢুকছে হুগলিতে। দিনে তাপপ্রবাহের পর বৃষ্টির সম্ভাবনা রাতে। আবহাওয়া দপ্তরের স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সেই ছবি। সোমবার দুপুরের পর পশ্চিমের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দুই বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। সেই মেঘ ঢোকার কারণে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনাতেও। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বইবে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হবে বৃষ্টি।
আবার মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জেলায়। দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বজ্র–বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস।
তবে কলকাতায় বাড়বে গরমে অস্বস্তি। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে ছয় জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। আর বৃহস্পতিবার তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।
এই প্রতিবেদন লেখা অবধি কলকাতা সহ হুগলি ও অন্যান্য জায়গাতেও উঠেছে ঝড়। শুরু হয়েছে বৃষ্টি। বেশ কয়েক জায়গায় গাছ পড়েছে। হাওয়া অফিস ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে।