• আর ২ ঘণ্টার মধ্যেই কলকাতায় শুরু হবে ঝড়-বৃ্ষ্টি! জারি সতর্কতা...
    ২৪ ঘন্টা | ১৩ মে ২০২৫
  • অয়ন ঘোষাল: প্রবল গরম আর অস্বস্তিতে থেকে মুক্তি! আর ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামবে কলকাতায়। বাদ যাবে না দুই ২৪ পরগনাও। ঝড়-বৃষ্টি আশঙ্কায় কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

    আগামীকালই আন্দামান-নিকোবরে বর্ষা

    আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী, স্বাভাবিক ভাবে নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ মে থেকে ২১ মের মধ্যে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। তবে এবার, স্বাভাবিক দিনের থেকে ন'দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্য দিকে, ভারতের মূল ভূখণ্ড কেরালাতেও এবার আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। 

    উত্তরবঙ্গেও নবীন মেঘের ছায়া?

    উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। তাপপ্রবাহের পরিস্থিতি দুই জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলায়। তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতেই বেশি। বুধবার পর্যন্ত মালদা জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি থাকবে।

    উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত। ঝড়বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতেও ঝড়বৃষ্টির আশঙ্কা।  ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

  • Link to this news (২৪ ঘন্টা)