• এক বছর ধরে ভারতে বাস, সীমান্ত পেরনোর আগে নদিয়ায় গ্রেপ্তার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ১৩ মে ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: এক বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল তারা। দেশের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে থাকছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে কড়া নজরদারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সেই প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় গ্রেপ্তার হল চার অনুপ্রবেশকারী। সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই মহিলা ও পুরুষকে হাঁসখালির সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। সেই খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে তাদের পাকড়াও করে। জেরা শুরু হলে একাধিক অসঙ্গতিমূলক কথা তারা বলতে থাকে। তাদের থেকে এই দেশের কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। আরও চেপে ধরতেই বেরিয়ে যায় সত্য কথা। জানা গিয়েছে, ওই চারজন প্রায় এক বছর আগে দালাল মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তারপর দেশের বিভিন্ন রাজ্যে কাজের জন্য থাকতে শুরু করে। পহেলগাঁও জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশির কথা বলে। বিভিন্ন সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়তে থাকে।

    সেই আবহে অনুপ্রবেশকারী চারজন দালাল মাধ্যমে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই মোতাবেক এদিন সীমান্ত হাঁসখালি এলাকায় তারা পৌঁছে গিয়েছিল। তবে কার্যসিদ্ধি হওয়ার আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা কতটা সত্য বলছে, তা আরও জানার প্রয়োজন বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিনই বেলায় ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে ধৃতদের আরও জেরা করা হবে বলে জানা গিয়েছে। গত কয়েকদিনে নদিয়ার হাঁসখালি এলাকায় একাধিক অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)