সন্ত্রাস মোকাবিলায় ভারত সরকারের প্রশংসা, বুদ্ধপূর্ণিমায় বিশ্ব শান্তির প্রার্থনা বৌদ্ধ ভিক্ষুদের
প্রতিদিন | ১৩ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মারা গিয়েছেন ২৬ জন। প্রত্যাঘাতে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি হামলা চালিয়ে ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেই প্রেক্ষিতে পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের সীমান্ত এলাকায়। ভারতও প্রত্যাঘাতের বার্তা দিয়েছে। যদিও এই মুহূর্তে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির ঘোষণা করেছে। কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা এখনও রয়েছে। ভারত সরকার যেভাবে সন্ত্রাস মোকাবিলায় পদক্ষেপ করেছে, তার প্রশংসা করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। তবে হিংসা রুখে সারা বিশ্বে শান্তির বার্তাও এদিন দেওয়া হয়েছে।
বুদ্ধজয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়ো রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে ২৫৬৯ তম ইন্টারন্যাশনাল বিসাখ ডে পালন করা হয়। এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনাসভায় অংশ নেন বৌদ্ধ সন্ন্যাসীরা। একটি মিছিলও অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচি থেকেই শান্তির বার্তা দেওয়া হল। যুদ্ধ বা হিংসা কোনও সমস্যার সমাধান নয়। তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। বর্তমান সময়ে বিশ্বজুড়ে মানুষের একটা অংশ হানাহানি, হিংসা ও যুদ্ধে সামিল হয়েছেন। সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে বলে মনে করেন বৌদ্ধ ভিক্ষুরা।
এই মুহূর্তে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে আরও সম্পর্কের অবনতি হয়েছে। যুদ্ধের আবহ বর্তমান। সেই পরিস্থিতিতে আরও একবার শান্তির বার্তা প্রচারের কথা বলা হল। পশ্চিমবঙ্গ বুদ্ধজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ডঃ বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, “যুদ্ধ কখনওই সমাধানের পথ নয়। গৌতম বুদ্ধ চেয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। তাই ভারত সরকার ও সারা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের সরকারের কাছে আবেদন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শান্তি ফিরিয়ে আনার।” সন্ত্রাস মোকাবিলায় ভারত সরকারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সেই কথাও জানিয়েছেন তিনি।