খোদ পুলিশের বাড়িতে চুরি। শুধু তাই নয়, চুরি করতে ঢুকে নিউ টাউন থানার SI-এর উপর হামলা চালানোর অভিযোগ। আত্মরক্ষার্থে গুলি চালান এসআই। অভিযুক্ত রাজেশ দাসের কোমর ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। আপাতত তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার রাতে বিধাননগরের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছ এলাকায়।
বিধান নগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় বাড়ি ওই সাব ইন্সপেক্টরের। অভিযোগ, রাতে তাঁর বাড়িতেই চুরি করতে ঢোকেন রাজেশ। বাড়িতে ঢোকামাত্র অফিসারের নজরে পড়ে যান। তিনি রাজেশকে দাঁড়াতে বলেন। কিন্তু অভিযোগ, রাজেশ সে কথা না শুনে হুমকি দিতে থাকেন। শুধু তাই নয়, এক পর্যায়ে হামলাও করে বসেন। তখনই আত্মরক্ষার্থে গুলি চালান ওই অফিসার।
পুলিশ সূত্রে খবর, রাজেশ ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রাজেশ বলেন, ‘অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। যাওয়ার সময়, ওই বাড়িতে ঢুকি। পুলিশ বুঝতে পেরেই পালাতে যাচ্ছিলাম। তখনই গুলি চালায়। আমি এখন মহকুমা হাসপাতালে ভর্তি। গুলি বেরিয়ে গিয়েছে। চিকিৎসকরা এক্সরে করেছেন। কিছু পায়নি।’
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, ‘চুরি করতেই বাড়িতে ঢুকেছিল। চোরকে দাঁড়াতে বলেন ওই এসআই। কিন্তু কথা শোনেনি চোর। উল্টে পুলিশ আধিকারিকের ওপর হামলা চালাতে যায়। তখনই আত্মরক্ষার্থে গুলি চালান অফিসার।’