আরও ছ’দিন বজ্রপাত, বৃষ্টি-ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, সতর্ক উত্তরকন্যা
বর্তমান | ১৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, হলদিবাড়ি: পর পর কালবৈশাখীর দাপট। দু’দিনে উত্তরবঙ্গের একাধিক ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির হিসেব নির্ধারণ করছে প্রশাসন। এই অবস্থায় আগামী আরও ছ’দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে মিনি সচিবালয় উত্তরকন্যা। ইতিমধ্যে তারা বজ্রপাত ও ঝড়ের সময় কী করা উচিত তা নিয়ে প্রতিটি জেলার কাছে সতর্কবার্তা পাঠিয়েছে। তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
শনি ও রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখী তাণ্ডব চালায়। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, জলপাইগুড়ির ময়নাগুড়ি ও সদর ব্লক এবং কোচবিহার জেলার হলদিবাড়িতে ঝড়ের দাপট ছিল মারাত্মক। গাড়ির উপর গাছ পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। সোমবার হলদিবাড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা। তাঁরা হলদিবাড়ি শহর ও গ্রামের দেওয়ানগঞ্জ, দক্ষিণ বড় হলদিবাড়ি, উত্তর বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
বিধায়ক বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব তৈরির কাজ প্রশাসন করছে। বিডিও বলেন, এদিন ক্ষতিগ্রস্ত ৩০০ জনকে ত্রিপল বিলি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
এদিকে, সোমবার সকাল থেকেই শিলিগুড়ির আকাশ ছিল মেঘলা। দুপুরের পর কয়েক পশলা বৃষ্টি হয়। পরপর দু’দিন বৃষ্টি হওয়ায় গরমের দাপট নেই। মনোরম আবহাওয়া তৈরি হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে খবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৮ মে পর্যন্ত বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ঝোড়ো হাওয়া চলতে পারে। একই অবস্থা থাকবে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের। ধস নামার ও গাছ পড়ার আশঙ্কা রয়েছে।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা সোমবার বলেন, উত্তরবঙ্গে বাতাসের উপরিভাগে কখনও ঘূর্ণাবর্ত আবার কখনও নিম্নচাপ অক্ষরেক্ষা বিস্তার করছে। সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের সমাগম হচ্ছে। যার জেরেই এমন আবহাওয়া।
আবহাওয়ার এমন পূর্বাভাস পেয়ে জেলাগুলিকে সতর্ক করেছে উত্তরকন্যার বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর। প্রশাসন সূত্রে খবর, ঝড়ের সময় নির্মীয়মাণ বাড়িতে, পুরনো গাছের নীচে না থাকা, ঘরের দরজা-জানালা বন্ধ করা, বজ্রপাতের সময় ঘরে থাকা, ঘরের বৈদ্যুতিক সামগ্রীর স্যুইচ বন্ধ রাখা প্রভৃতি বিষয়ে লোকজনকে সতর্ক করছে উত্তরকন্যা। প্রচার অভিযানে নামছে প্রতিটি জেলা প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা। - নিজস্ব চিত্র।