মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও সুফল বাংলা স্টল বন্ধ বুনিয়াদপুরে
বর্তমান | ১৩ মে ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও সুফল বাংলা স্টল বন্ধ থাকল বুনিয়াদপুরে। কালোবাজারি রুখতে জেলায় জেলায় টাস্কফোর্স গঠন করে বাজারে জিনিসের দাম নির্ধারণের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সুফল বাংলা স্টলগুলোতে জিনিসপত্রের স্টক বাড়ানোরও কথা বলা হয়েছে।
তবে ভিন্ন চিত্র জেলার দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র সুফল বাংলা স্টলে। কিন্তু জেলার একটিমাত্র সুফল বাংলা স্টল বন্ধ। দায়িত্বপ্রাপ্ত সংস্থা কর্মী সমস্যার কারণ দেখিয়ে স্টল বন্ধ রেখেছে। ঘটনা সামনে আসতেই জেলা কৃষিবিপণন দপ্তর সংশ্লিষ্ট সংস্থাকে শোকজ করেছে। দ্রুত স্টল খুলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। ধুঁকতে থাকা বুনিয়াদপুর শহরের বুকে একটিমাত্র সুফল বাংলা স্টলে মুদিখানার বাজার ছাড়া, সতেজ শাকসব্জি ও মাছ বিক্রি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসী।
প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি শিলিগুড়ি শহরে সুফল বাংলা স্টলের মাধ্যমে ন্যায্য মূল্যে মাছ বিক্রি হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুফল বাংলা স্টল নিয়ে জেলা প্রশাসন কী উদ্যোগ নেয়, সেটাই দেখার। জেলা কৃষি বিপণন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুব্রত দে বলেন, কয়েকদিন ধরে বুনিয়াদপুরের সুফল বাংলা স্টলটি বন্ধ রয়েছে। বিষয়টি আমাদের নজরে আসতেই সেটি খোলার জন্য দপ্তরের তরফে সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একটি এগ্রিকালচারাল সংস্থাকে দিয়ে সুফল বাংলা স্টলটি চালানো হচ্ছে। আমরা ভালো সংস্থার খোঁজে রয়েছি। এমন সংস্থা এগিয়ে এলেই বড় পরিসরে সুফল বাংলা আউটলেট চলবে বুনিয়াদপুর শহরে। দ্রুত সংস্থাকে খোলার নির্দেশ দিয়েছি।
সুব্রতর সংযোজন, মাছ বিক্রির বিষয়টি এখনও আলোচনা হয়নি মৎস দপ্তরের সঙ্গে। খুব দ্রুত আমরা জেলা সদরে সুফল বাংলার আউটলেট খুলতে চলেছি।
বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, বুনিয়াদপুরের সুফল বাংলা স্টল দীর্ঘদিন থেকে বন্ধ ছিল। তারপর চালু হয়েছে। আমরা আমাদের মতো করে প্রচার করেছি। দপ্তরকে এগিয়ে আসতে হবে। প্রচার করলেই সাধারণ মানুষ যাবেন।