• ডালখোলার কাটনা কালীপুজো ও মেলা বাংলা-বিহার মিলন উৎসব হয়ে ওঠে
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলার কাটনা কালীপুজো ও মেলা বাংলা-বিহার মিলন মেলায় পরিণত হয়েছে। ডালখোলা সংলগ্ন বিহার রাজ্যের কাটিহার জেলার বকরাপুর থানার কিরোরা এলাকায় রেললাইনের ধারে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই কালীপুজো হয়। এলাকাটি বিহারে হলেও পুজো ও মেলার আয়োজন করেন ডালখোলার বাসিন্দারা। শতাব্দী প্রাচীন এই পুজো ও মেলাকে কেন্দ্র করে সোমবার ডালখোলা, পাতনোর, করণদিঘি, সূর্যাপুর, অসুরাগড়, কানকি সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সেই সঙ্গে বিহারের তেলতস, সুধানী, বারসই সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা মেলায় ঘুরতে আসেন। এ যেন দুই রাজ্যের, বিভিন্ন ভাষাভাষী মানুষের মিলন মেলা। শতাব্দী প্রাচীন এই পুজাকে কেন্দ্র করে মানুষের অগাধ ভক্তি আছে। সকলেরই বিশ্বাস এখানে দেবী জাগ্রত। পুজোর দিন প্রচুর ভক্ত মানত করেন। মানত পূর্ণ হলে পরের বছরে পাঁঠা, পায়রা দেন দেবীর চরণে।

    মন্দিরের পুরোহিত পরিমল মুখপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত রেল কর্মী। তিনি বলেন, কাটনা কালীপুজো ঠিক কবে থেকে শুরু হয়েছে তা আমাদের জানা নেই। আমার বাবা স্বর্গীয় মণীন্দ্রলাল মুখপাধ্যায়ও এখানে পুজোর পুরোহিত ছিলেন। কাটনা কালীপুজোয় প্রতিমা নেই। বহু আগে বিশালাকার কড়ি বট গাছ ছিল। তারই শাখাপ্রশাখা একসঙ্গে জড়িয়ে দেবীর আকৃতি নিয়েছিল। সেই থেকে গাছের গোড়ায় পুজো হতো। পরে মন্দির স্থাপন হয়। মন্দিরের ভিতরে দেওয়ালে বট গাছ ও দেবীর মুখচ্ছবি আঁকা আছে। সেখানেই দেবীর থানে পুজো হয়। পরিমলবাবু আরও বলেন, ১৯৬৪  বা ৬৫ সালের ঘটনা সঠিক মনে নেই। ১৫ আগস্টের দিন ছিল। ট্রেনের ছাদে প্রচুর মানুষজন ছিল। বারসইয়ের দিকে ট্রেন যাচ্ছিল। কাটনা কালী এলাকায় গাছের ডালের বাড়ি খেয়ে ছাদের উপরে থাকা প্রচুর মানুষজনের মৃত্যু হয়। অনেকে জখম হয়েছিলেন। এই ঘটনার পরে রেল সেই ডালটি কেটে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় কাটা ডাল থেকে লাল রংয়ের তরল বের হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস রক্ত বের হয়েছিল। এদিন মেলায় নিরাপত্তার দায়িত্বে বিহার পুলিস ফোর্স ছিল। ডালখোলার পুলিসও মেলায় গিয়েছিল। তারাও নজর রেখেছে। করণদিঘির বিধায়ক গৌতম পাল এদিন মন্দিরে পুজো দেন। খিচুড়ি প্রসাদের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকারও উপস্থিত ছিলেন। ডালখোলা সব্জিবাজার পুজো কমিটি কয়েক বছর থেকে এখানে পুজো ও মেলার আয়োজন করছে। কমিটির সম্পাদক নির্মল বিশ্বাস ও সভাপতি নরেশ প্রসাদ গুপ্তা বলেন, মায়ের কৃপায় সমস্ত আয়োজন হয়েছে। মা সবার মঙ্গল করুন এটাই প্রার্থনা।  ডালখোলায় কাটনা কালীপুজো চলছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)