• নদী বাঁচানোর ডাক, তিস্তার পাড় ধরে ৩৫০ কিমি হাঁটলেন সম্রাট
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নদী বাঁচানোর ডাক দিয়ে তিস্তার পাড় ধরে সাড়ে তিনশো কিমি পথ হাঁটলেন এক ভূ-পর্যটক। কলকাতার যাদবপুরের বাসিন্দা সম্রাট মৌলিক নামে ওই ব্যক্তি নদী ও পরিবেশরক্ষার বার্তা নিয়ে ছুটে বেড়ান দেশ-বিদেশ। গত ২৪ এপ্রিল তিনি সিকিমের চুংথাং থেকে তিস্তা অভিযান শুরু করেন। ৩৫০ কিমি পথ পেরিয়ে কোচবিহারের বেলতলির কাছে গিয়ে অভিযান শেষ করেছেন ১১ মে। পুরো পথ হেঁটেছেন তিস্তার পাড় ধরে। অভিযান শেষে সোমবার জলপাইগুড়িতে ওই ভূ-পর্যটক তিস্তার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সেভকের পর থেকে ডাউন স্ট্রিমে নদীর বুকে দেদার চাষাবাদ চলছে। সেখানে জমিতে প্রয়োগ করা হচ্ছে যথেচ্ছ কীটনাশক। বৃষ্টির জলে ধুয়ে তা মিশছে তিস্তার জলে। এর জেরে হারিয়ে যাচ্ছে বহু প্রজাতির মাছ। তাছাড়া তিস্তায় জমছে প্লাস্টিক। 

    দূষণে মুখ ঢাকছে নদী। এরজন্য পর্যটকরাই দায়ী।

    সম্রাট মৌলিক বলেন, ২০২৩ সালে সিকিমে ভয়াবহ হ্রদ বিপর্যয়ের জেরে তিস্তার বুকে যে ক্ষত তৈরি হয়েছে, তা এখনও দগদগে। তিস্তাপাড়ের মানুষেরা এখন বৃষ্টি হলেই ভয়ে রাত জাগেন। অনেক জায়গায় নদীখাত এতটা উঁচু হয়ে গিয়েছে যে, জনবসতি চলে গিয়েছে নীচে। জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ দেওয়ায় আপার স্ট্রিমে অনেক জায়গায় শুকিয়ে গিয়েছে তিস্তা। স্থানীয় জনজাতির মানুষেরা নদীকে পুজো করতে পারছেন না। ফলে মন খারাপ তাঁদের।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)