• মর্মান্তিক! কাগজের প্রতিমা নিরঞ্জন করতে নেমে আত্রেয়ী নদীতে তলিয়ে মৃত দুই শিশু
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: ছুটির দিনে দুপুরে খেলতে খেলতে কাগজের কালীপ্রতিমা বানিয়েছিল চার শিশু। ফুল দিয়ে পুজোও দিয়েছিল ছোট্ট ছোট্ট হাতে। বিপদ ঘটল নদীতে গিয়ে নিরঞ্জনের সময়। চার শিশুর মধ্যে দু’জন জল থেকে উঠে এলেও বাকিরা তলিয়ে যায়। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসেও বাঁচাতে পারেননি। কিছুক্ষণ পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়।

    সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের ধাদলপাড়ার আত্রেয়ী নদীর ঘাটে। কুমারগঞ্জ থানার পুলিস তদন্ত শুরু করেছে। আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, চারজন শিশু জলে ডুবে গিয়েছিল। দু’জনকে বাঁচানো যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিস সূত্রে খবর, মৃত দু’জনই শিশুকন্যা প্রতিবেশী। একজনের নাম মন্টি সরকার (৮), অন্যজন ঈশা সরকার (৯)।  তাদের বাড়ি কুমারগঞ্জের ধাদলপাড়া এলাকায়। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটি থাকায় সোমবার দুপুরে চারজন খেলছিল। কাগজের প্রতিমা তৈরি করে ফুল দিয়ে পুজো করার পর নিরঞ্জনের জন্য নদীতে চলে গিয়েছিল। বাড়ির কাছে ঘাট হলেও শিশুদের নদীতে নামা কেউ দেখতে পাননি। নিরঞ্জনের সময় গভীরতা বুঝতে না পারায় শিশুরা জলে নামতেই তলিয়ে যায়। দু’জন উঠে আসার পর ডুবুরি নামিয়ে বাকিদের দেহ উদ্ধার করা হয়।

    মন্টির বাবা ভিনরাজ্যে কাজ করেন। দাদু রতন সরকার বলেন, দুপুরে চারজন কাগজের কালী প্রতিমা বানিয়ে পুজো পুজো খেলছিল। কখন যে তারা নদীর ধারে চলে গিয়েছিল, ঘুণাক্ষরেও কেউ টের পাইনি।                                                                                                        

    মৃত ঈশার আত্মীয় মানসী দাস বলেন, খেলতে খেলতে যে এমন ঘটনা ঘটে যাবে, কেউ একটুও বুঝতে পারেনি। ওই সময় ঘাটে কেউ থাকলে নিশ্চয় তিনি শিশুদের জলে নামতে বারণ করতেন। তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটত না।

    সন্তানকে হারানোর শোকে দুই মা বারবার সংজ্ঞাহীন হয়ে যাচ্ছেন। কেউ বিশ্বাস করতে পারছেন না, গ্রামে এতো মানুষ থাকা সত্বেও কারও নজরে পড়ল না। খেলার সাথীদের হারিয়ে গুম মেরে গিয়েছে দুই শিশু। দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে গুছিয়ে সেরকম কিছু বলতে পারছিল না। 

     আত্রেয়ী নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)