সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের রানিরঘাটে একটি বৃদ্ধাশ্রমে গন্ধেশ্বরী পূজা অনুষ্ঠিত হল। সোমবার বৈশাখী পূর্ণিমায় গন্ধবণিক মহাসভার নবদ্বীপ শাখা সমিতির পরিচালনায় এই পুজো হয়। ৩৬বছরের পুরনো পুজোকে কেন্দ্র করে ওই বৃদ্ধাশ্রমের ২০জন আবাসিকের পাশাপাশি গন্ধবণিক সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন। গন্ধবণিক মহাসভার উদ্যোগেই এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছিল।
বৃদ্ধাশ্রমের প্রবীণ-প্রবীণারা এদিন পুজোর আয়োজনে হাত লাগান। তাঁদের অনেকেই উপবাস থেকে পুষ্পাঞ্জলি দিয়েছেন। পুজোর পর একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন। তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। কেউ নাচ, কেউ গান পরিবেশন করেন। এই দিনটার জন্য তাঁরা সারাবছর অপেক্ষা করে থাকেন।
ওই বৃদ্ধাশ্রমের দুই আবাসিক নমিতা রায় ও আলো পাল বলেন, এই পুজো আমাদের কাছে পারিবারিক পুজোর রূপ নিয়েছে। এখানে যেরকম নিষ্ঠার সঙ্গে পুজো হয়, তা আমাদের বাড়ির কথা মনে করিয়ে দেয়। এলাকার বাসিন্দারাও এই পুজোয় অংশ নেন। বৃদ্ধাশ্রমের আবাসিক অজয়কুমার নায়েক ও মৃণালকুমার কোনার জানান, তাঁরা পুজোয় খুব আনন্দ করেন। প্রতিমা আনা থেকে বিসর্জন-সবকিছুতেই শামিল হন। গন্ধবণিক মহাসভার নবদ্বীপ শাখা সমিতির সম্পাদক অসীমকুমার দত্তবণিক বলেন, আমরা প্রতিবছর এই পুজো আয়োজন করি। সংগঠনের কোষাধ্যক্ষ শ্যামলকুমার সাধু বলেন, আমরা নবদ্বীপের গন্ধবণিক সমাজকে একত্রিত করে এই বৃদ্ধাশ্রম তৈরি করেছিলাম। কেননা অনেকেই শেষ বয়সে শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপে এসে থাকার মনোবাসনা নিয়ে আসেন। সেই চিন্তাভাবনা থেকেই গঙ্গার তীরে এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়। এই পুজোয় গন্ধবণিক মহাসভার নবদ্বীপ শাখা সমিতির সভাপতি তথা পুরসভার কাউন্সিলার শ্যামাপ্রসাদ পাল, মণিশঙ্কর দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।