• সামশেরগঞ্জে বোমা ফেটে জখম ২ শিশুকন্যা, চাঞ্চল্য, ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জে ফের বোমা ফেটে আক্রান্ত হল শৈশব। এবার বোমা ফেটে আক্রান্ত দুই শিশুকন্যা বল ভেবে বোমা নিয়ে খেলার সময় তা ফেটে গিয়ে গুরুতর জখম হয়েছে দুই শিশুকন্যা। রবিবার সকালে ওই ঘটনায় সামশেরগঞ্জের মালঞ্চা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। জখম দুই শিশুকন্যার নাম নুসরত জাহান ও সামিয়া খাতুন। তাদের বাড়ি মালঞ্চা এলাকাতেই। 

    এদিন সকালে আমবাগানে খেলার সময় তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এক শিশুকন্যার হাতের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে তড়িঘড়ি জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন। 

    এদিকে, সামশেরগঞ্জে একের পর বোমা ফেটে জখম ও উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ওয়াকফ আন্দোলনের জেরে গত ১০ এপ্রিল সামশেরগঞ্জ থানা এলাকার কিছু গ্রাম উত্তাল হয়ে ওঠার পর থেকেই বোমা বিস্ফোরণের ঘটনা বেড়ে চলেছে। ফলে, রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ফের অশান্তি পাকাতেই দুষ্কৃতীরা বোমা মজুত করেছিল বলে স্থানীয়দের অভিযোগ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    এপ্রসঙ্গে সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, বোমা ফেটে দুই শিশুকন্যা জখম হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে দুই জার ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলি রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

    জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির পাশে আমবাগানে শিশুকন্যা দু’টি খেলা করছিল। বাগানের মধ্যে ঝোপঝাড় শুকনো পাতার মধ্যে দু’টি প্লাস্টিকের জারে বোমাগুলি রাখা ছিল। প্লাস্টিকের বস্তা দিয়ে জারগুলি ঢাকা দেওয়া ছিল। পরিকল্পনা করেই ওখানে বোমাগুলি লুকানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। শিশুকন্যা দু’টি বস্তা সরাতেই জারে রঙিন বলের মতো বস্তু দেখতে পায়। বল ভেবে সেগুলি নিয়ে খেলতে গেলে আচমকা বিকট শব্দে তা ফেটে যায়। বোমা ফেটে শিশুকন্যা দু’টি গুরুতর জখম হয়। দুই শিশুরই হাত বেশি জখম হয়েছে।  মুখ ও শরীরের আঘাত লেগেছে। আতঙ্কে তারা চিৎকার শুরু করে। মেডিক্যাল কলেজে জখম এক শিশুকন্যার পরিজন বলেন, তীব্র আওয়াজ শুনে আমরা বাড়ির বাইরে বেরিয়ে আসি। দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সামশেরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তড়িঘড়ি তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়। জার দু’টিতে প্লাস্টিকের খেলনা বলের মতো দেখতে আরও বেশ কয়েকটি রঙিন বোমা ছিল। সব বোমা ফেটে গেলে দুই শিশুকে জীবিত উদ্ধার করা যেত না। 

    ঘটনার পর বিশাল পুলিস বাহিনী এলাকায় ঢুকে বোমাগুলি ঘিরে রেখেছে। প্রসঙ্গত প্রায় সপ্তাহ দু’য়েক আগে ওই থানারই চকসাপুরে মাঠে খেলার সময় বোমা ফেটে দুই শিশু জখম হয়। বোমাগুলি মাঠের পাশেই রাখা ছিল। প্রায় মাস খানেক আগেই ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়েছিল সামশেরগঞ্জের একাধিক এলাকা। সামশেরগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও একাধিক এলাকা থেকে বোমা উদ্ধার অব্যাহত।  প্রতীকী ছবি
  • Link to this news (বর্তমান)