ছেলেকে কীভাবে উচ্চ মাধ্যমিক পড়াবেন, চিন্তায় শয্যাশায়ী বাবা , দারিদ্র্যকে হারিয়ে স্বপ্ন ছোঁয়ার জেদ রাকেশের
বর্তমান | ১৩ মে ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: বাবা শয্যাশায়ী, মা রুপোর হার গেঁথে কোনওরকমে সংসার চালান। এই পরিবারের ছেলে রাকেশ সামন্ত ঘাটাল ব্লকের মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল থেকে মাধ্যমিকে ৯২ শতাংশেরও বেশি নম্বর পেয়েছে। এর পেছনে রয়েছে অদম্য লড়াই, আত্মত্যাগ আর স্বপ্ন ছোঁয়ার জেদ।ঘাটাল শহরের ৭ নম্বর ওয়ার্ডে শতচ্ছিদ্রঘর, বর্ষায় ভিজে যায় বিছানা। তবুও হার মানে না রাকেশ। ছোট্ট একটি ঘরে মা, বাবা আর এক বোনকে নিয়ে থাকেন রাকেশ। দেওয়াল ও মেঝে বছরের বারো মাসই স্যাঁতসেঁতে। বাবা শীতল সামন্ত দিনমজুরি করে সংসার চালিয়ে এসেছিলেন। ২০১৭ সালে পরিবারে অন্ধকার নেমে আসে। রাকেশ বলে, বাবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। একদিন কাজে গিয়ে সিমেন্টের বস্তা বইতে গিয়ে কোমরে বস্তা পড়ে জখম হন। কিছু জমি বিক্রি করে বাবার চিকিৎসা করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি সুস্থ হতে পারেননি। আজও তিনি শয্যাশায়ী, নিজে হাঁটতেও পারেন না, খেতেও পারেন না নিজের হাতে। বর্তমানে রাকেশদের ১০ কাঠা জমি রয়েছে। সেই জমি থেকে যা আয় হয়, তারপাশাপাশি রাকেশের মা লক্ষ্মী সামন্ত রুপোর হার গেঁথে সংসার চালান। সংসারে নিয়মিত আয় নেই বললেই চলে। এবার মাধ্যমিকে ৬৪৮ পেয়েছে রাকেশ। বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৫, গণিতে ৯০, জড়বিজ্ঞানে ৯২, জীবন বিজ্ঞানে ৯৫, ইতিহাসে ৯১, ভূগোলে ৯০ এবং অতিরিক্ত বিষয়ে৪৫। প্রতিবেশী কার্তিক সামন্ত বলেন, এইরকম পরিস্থিতি থেকে যে ছেলে এত ভালো রেজাল্ট করেছে, সেটা আমাদের এলাকায় বিরল ঘটনা। ওর জন্য গর্ব হয়। কিন্তু এই মুহূর্তে রাকেশের পড়াশোনা চালিয়ে যাওয়াটা বিলাসিতা মাত্র। রাকেশের বাবার আবেদন, ছেলেকে উচ্চমাধ্যমিকে ভর্তি করার সামর্থ্যও আমাদের নেই। কেউ যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে আমার ছেলেটা হয়তো ভবিষ্যতে লেখাপড়া শিখে আরও দশটা অসহায় পরিবারের কাছে আশার আলো হয়ে উঠতে পারবে। ওয়ার্ড কাউন্সিলার শুভাশিস মাইতি বলেন, এই প্রতিভাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। প্রশাসনের তরফে আমরা যথাসম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করব। রাকেশের স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সে জানে না, আদৌ সেই লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা! সে বলে, সহযোগিতা পেলে আমি ঠিক পড়াশোনা চালিয়ে যাব। বড় হয়ে এমন কিছু করতে চাই, যাতে আমার মতো পরিস্থিতিতে কারও স্বপ্ন যেন মাঝপথে থেমে না যায়। নিজস্ব চিত্র