• শ্যামপুকুরে ৮৫ লক্ষ টাকার ঘড়ি চুরি, বারুইপুর জেল থেকে ৩ বন্দি গোয়েন্দা হেফাজতে
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর শ্যামপুকুর থানা এলাকার ভূপেন বসু অ্যাভিনিউতে একটি ঘড়ির শোরুম থেকে চুরি গিয়েছিল প্রায় ৮৫ লক্ষ টাকা মূল্যের হাতঘড়ি। ঘটনার তদন্তে নেমে কলকাতার গোয়েন্দা পুলিস জানতে পারে, এই চুরিতে অভিযুক্ত তিনজন অপর একটি চুরির মামলায় বারুইপুর জেলে বন্দি। তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার গোসবার বাসিন্দা।

    ঘটনার এক বছর পর অবশেষে আদালতের ‘ছাড়পত্র’ নিয়ে তিন অভিযুক্তকে জেল থেকে সোমবার ব্যাঙ্কশাল কোর্টের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ২২ মে পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই চুরির ঘটনাটিতে প্রথমে তদন্ত করেছিল শ্যামপুকুর থানা। পরে তদন্তভার নেয় কলকাতা গোয়েন্দা পুলিস। গোয়েন্দারা তদন্ত চালিয়ে জানতে পারেন, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার একটি দল এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাঁদের ছবি সংগ্রহ করা হয়। কিন্তু বহু চেষ্টা করেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সোর্স মারফত পুলিস জানতে পারে, অভিযুক্তরা বারুইপুর জেলে আছে। তাদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়। তবে চুরি যাওয়া বিভিন্ন দামি ঘড়ি পাচার করা হয়েছিল, না কি কোথাও লুকিয়ে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দা অফিসাররা।
  • Link to this news (বর্তমান)