নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝরাতে স্কুটারে চেপে মোবাইল ছিনতাই ভবানীপুরে। রবিবার মাঝরাতে এই ঘটনাটি ঘটেছে ভাবানীপুর থানার শরৎ বোস রোডে। কলকাতা পুলিসের এক সূত্রে এই খবর জানা গিয়েছে।
হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা রাজীবরঞ্জন কুমার লিখিত অভিযোগে জানিয়েছেন, ‘রাত সওয়া ১২টা নাগাদ কাজ সেরে শরৎ বোস রোড ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ লক্ষ্য করি, তিন যুবক স্কুটার নিয়ে আমাকে অনুসরণ করছে। ৪৮ নম্বর শরৎ বোস রোডের সামনে হঠাৎ ওই স্কুটার আমার পথ আটকায়। এরপর তিন যুবক আমার আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়।’
ঘটনার পর রাজীববাবু কিছুটা হতচকিত হয়ে পড়েন। রাতেই তিনি ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিস অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ছিনতাই, বেআইনিভাবে আটকে রাখার মামলা দায়ের করে। ভবানীপুর থানার পাশাপাশি লালবাজারের ছিনতাই দমন শাখার গোয়েন্দারা ওই রাতেই একযোগে ছিনতাইয়ের তদন্তে নামেন। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিট থেকে আলতামাস ওরফে ববিকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি এখনও উদ্ধার করা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিসের গোয়েন্দারা ওই রাতেই বাকি দুই যুবকের নাম ও পরিচয় জানতে পারে। তাদের খোঁজে তল্লাশি চলছে।