নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সেনাকর্তা পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেওয়ার টোপ। প্রতারকদের সেই টোপে পা দিয়ে ১ লক্ষ টাকা খুইয়েছিলেন বিমানবন্দরের এক প্রবীণ নাগরিক। তিনি বিমানবন্দর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। তদন্তে নেমে ওই টাকা উদ্ধার করে গ্রাহককে ফেরাল পুলিস। রবিবার প্রতারিত বৃদ্ধকে বিমানবন্দর থানায় ডেকে তাঁর হাতে টাকা তুলে দেওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের কাছে একদিন আচমকা একটি ফোন আসে। যে প্রতারক ফোন করেছিল, সে নিজেকে ভারতীয় সেনাকর্তা বলে পরিচয় দেয়। তা বিশ্বাস করে ফেলেছিলেন ওই বৃদ্ধ। তারপরই বাড়ি ভাড়া নিতে চেয়ে টোপ দেওয়া হয়। অগ্রিম ভাড়া দিতে চেয়ে প্রতারক বৃদ্ধকে তাঁর ইউপিআই ‘লগ-ইন’ করতে বলে। তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা ‘ডেবিট’ হয়ে যায়। বৃদ্ধ বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় বিহারের গোপালগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করেছে নারায়ণপুর থানার পুলিস। ধৃতের নাম অবিনাশ কুমার বাইথা। নারায়ণপুরের এক যুবকের কাছ থেকে সে এবং আরও একজন ২ লক্ষ ৫৬ হাজার টাকা নিয়েছিল। কিন্তু, ওই যুবকের চাকরি মেলেনি। তারপরই থানার দ্বারস্থ হন। পুলিস জানিয়েছে, এই চক্রে যুক্ত অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।