• বুদ্ধ পূর্ণিমা তিথিতে রথযাত্রা ঘিরে মহিষালী ও গৌরীপুর গ্রামে উৎসব
    বর্তমান | ১৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার ছিল বুদ্ধ পূর্ণিমা। বছরের এই বিশেষ দিনে রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মাতল উলুবেড়িয়ার বহিরার মহিষালী ও গৌরীপুর গ্রাম। এদিন বিকেলে দু’টি জায়গাতেই রথের দড়িতে টান দিতে প্রচুর মানুষ ভিড় জমান। স্থানীয় সূত্রে খবর, বহিরার মহিষালী গ্রামের এই রথ প্রায় দেড়শো বছরেরও বেশি পুরনো। এই রথে চড়েই ভগবান নারায়ণ মহিষালী রথতলা থেকে পরিক্রমা শুরু করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যান। এক সপ্তাহ পর উল্টোরথ হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামে এই রথের প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ প্রামাণিক।

    রথযাত্রা উপলক্ষ্যে এদিন গ্রামে মেলা বসে। এই মেলায় জিলিপি, পাঁপড়, রকমারি জিনিসের দোকানের পাশাপাশি বিশেষ আকর্ষণের বস্তু হয়ে ওঠে তালশাঁস। স্থানীয় সূত্রে খবর, প্রতি বছর রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি তালশাঁস কিনতে দূর-দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন গ্রামে। অন্যদিকে, এদিন উলুবেড়িয়ার গৌরীপুরেও রথযাত্রা উৎসব পালিত হয়। এখানে রথে প্রভু জগন্নাথদেব অধিষ্ঠান করেন। বহু প্রাচীন এই রথযাত্রা উৎসব মাঝে বন্ধ হয়ে গিয়েছিল। ২৪ বছর আগে বুদ্ধ পূর্ণিমার দিনে গ্রামে ফের রথযাত্রা শুরু হয়। এখানেও রথের দড়িতে টান দিতে প্রচুর মানুষ ভিড় করেন।

    এদিকে, বুদ্ধ পূর্ণিমা তিথিতে হাওড়ার রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবের খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। এবার ৫৪ তম বর্ষে পদার্পণ করবে এই ক্লাবের দুর্গাপুজো। এ বছর তাদের থিমভাবনা ‘অতঃকিম’। এদিন সন্ধ্যায় খুঁটিপুজো অনুষ্ঠানের সূচনা করেন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী প্রমুখ। ক্লাব কমিটির সদস্যরা জানান, সাম্প্রতিককালে যেভাবে দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগামী দিনে কী হতে চলেছে, জানা নেই। এমন অস্থির সময়ে খুঁটিপুজোর জন্য বুদ্ধ পূর্ণিমার দিনকেই বেছে নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)