পাঁচলা-বাউড়িয়া মোড়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গাড়ি, উদ্ধার ১ কোটির গাঁজা
বর্তমান | ১৩ মে ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল গ্রামীণ জেলার পুলিস। রবিবার রাতে জাতীয় সড়কের পাঁচলা বাউড়িয়া মোড়ে নাকা চেকিং চলার সময় দু’টি গাড়ি থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করে রাজাপুর থানার পুলিস। এর বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা। এই ঘটনায় পুলিস ওড়িশা খুরদা জেলার বাগমারীর বাসিন্দা সমীরঞ্জন নায়েক, দয়াপুরের বাসিন্দা সন্তোষ নায়েক, দামনার বাসিন্দা সরোজ মহানা এবং সৌম্যরঞ্জন সাহু নামের চারজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে বীরশিবপুরে একটি চারচাকা গাড়ি ও একটি ফল বোঝাই পিক ভ্যান থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছিল উলুবেড়িয়া থানার পুলিস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধরা পড়ল গাঁজা। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ পাঁচলা-বাউড়িয়া মোড়ে নাকা চেকিং করছিলেন রাজাপুর থানার পুলিস ও ট্রাফিক পুলিসের কর্মীরা। অভিযান চলাকালীন চারচাকার দু’টি গাড়িকে সন্দেহজনক বলে মনে হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়। সেই গাড়ি দু’টি থেকেই মেলে ১৯২ কেজি গাঁজা। সাহসিকতার সঙ্গে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করায় পুলিসের ওই টিমকে পুরস্কৃত করেন হাওড়া গ্রামীণ জেলার পুলিস সুপার সুবিমল পাল। নিজস্ব চিত্র