শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: অসমে শক্তি বাড়াল তৃণমূল। উত্তর-পূর্বে রাজ্যে পঞ্চায়েত ভোটে চমকপ্রদ সাফল্য পেল এ রাজ্যের শাসকদল। ৫ পঞ্চায়েতে ফুটল ঘাসফুল! দুটি পঞ্চায়েত আবার গুরুত্বপূর্ণ কামরূপ জেলায়। 'এই তো সবে শুরু', এক্স হ্যান্ডেল পোস্টে অসমে তৃণমূল কর্মীদের প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানালেন জয়ী প্রার্থীদের।
২ ও ৭ মে। অসমে পঞ্চায়েত ভোট হয়েছিল দু'দফায়। ভোটদানের হার ছিল ৭৪.৭১%। এই ভোটে তৃণমূলের হয়ে জেলা পরিষদ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ২৮ জন। আর আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী ছিলেন ৪৪ জন। আজ. সোমবার প্রকাশের পর দেখা গেল, ৫ আঞ্চলিক পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের দখলে।
তৃণমূলের জয়ী প্রার্থীরা
--
কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েত- . মহম্মদ সফিকুল ইসলাম
দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েত -আক্কাস আলি
কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত-বদর আলি সইকিয়া
কাছাড় জেলার গোবিন্দপুর-আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত-ফরিদা বড়ভুঁইঞা
শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েত-ফয়েজ আহমেদ
অসমে পঞ্চায়েত ভোটার ছিলেন ১,৮০,৩৬,৬৮২ জন। পুরুষ ভোটার ৯০,৭১,২৬৪ জনস, আর মহিলা ভোটার ৮৯,৬৫,০১০ জন। অন্যন্য ৪০৮ জন।