মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর একটি শেল তেল ও গ্যাস কোম্পানির গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা করতেই সোমবার সব রেকর্ড ভেঙে দিয়েছিল নিফটি-সেনসেক্স। কিন্তু মঙ্গলবার সকালেই শেয়ার বাজার একদম পড়ে গিয়েছে। আজ লেনদেনের শুরুতে নিফটি ২৪,৭০০ পয়েন্টের নীচে ও সেনসেক্স ৯০০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে।
শিশু কন্যার সামনে তার মাকে খুন করার অভিযোগ উঠল তার বাবা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকার। জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে অভিযুক্তদের আটক করা হয়েছে।
দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে আজ বাম দলগুলি শান্তি মিছিলের ডাক দিয়েছে। বিকেলে ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে যাবে শিয়ালদহ পর্যন্ত। আজকের সেই মিছিলে সকলকে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে সিপিআইএমএল লিবারেশন ও এসইউসিআই-এর।
মঙ্গলবার দুপুরে কলকাতায় গরমে অস্বস্তি বাড়বে। কিন্তু বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।