গাড়ি থেকে কোটি টাকার মাদক উদ্ধার হাওড়ায়, গ্রেপ্তার চার
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়া গ্রামীণ জেলা পুলিশের বড়সড় অভিযান। প্রায় ১ কোটি টাকার মাদক উদ্ধার! নাকা চেকিং অভিযানে এই মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া চালু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া জেলাজুড়ে সারপ্রাইজড নাকা চেকিং অভিযানের অংশ হিসেবে, রাজাপুর থানার অফিসার এবং ট্রাফিক পুলিশের যৌথ টিম পাঁচলা-বাউড়িয়া মোড়ে নাকা চেকিং চালাচ্ছিলেন। ওই অভিযানের সময়, সন্দেহজনক দুটি দামি গাড়ি আটক করা হয়। একটি গাড়ি পালানোর চেষ্টা করলেও, পুলিশ গাড়ি আটক করে ও অভিযুক্তদের পাকড়াও করে।
তল্লাশির সময়, দু’টি গাড়ি থেকে প্রায় ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে পুলিশের একটি সূত্র জানায়। গ্রেপ্তার হয়েছে চারজন। তদন্ত করে দেখা হচ্ছে এত বিপুল পরিমাণ মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার রাতে নাকা চেকিং করা টিমকে সোমবার সম্মানিত ও পুরস্কৃত করেন হাওড়া (গ্রামীণ) জেলার পুলিশ সুপার সুবিমল পাল।