কাঁথি, ১৩ মে: ওল্ড দীঘায় একটি হোটেলের চারতলায় লিফটের উপরের অংশে আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। গতকাল, সোমবার রাত ১২টা নাগাদ ওই হোটেলে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার খবর পেয়েই পুলিস এবং দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অগ্নিকাণ্ডের জেরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনেকে ছোটাছুটি করে হোটেলের ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। যাঁরা বেরতে পারেননি, সেরকম ৩০ জন পর্যটককে পুলিস ও দমকল বাহিনী, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিসের। তদন্ত শুরু হয়েছে।