তীব্র গরমের সঙ্গেই শহরে চলবে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের
বর্তমান | ১৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা দাবদাহের পর অবশেষে গতকাল, সোমবার রাতের দিকে ঝড়-বৃষ্টির জেরে শহরে স্বস্তি ফিরেছে। তবে সেটা সাময়িকের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্যে তাপপ্রবাহ চলবে। তবে তার সঙ্গেই চলবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী বৃস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। যার ফলে রাতের দিকে স্বস্তি মিলতে পারে।আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, মঙ্গলবার শহরে দুপুর বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.২ মিমি বৃষ্টি হয়েছে। এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।