'মুর্শিদাবাদ থেকে সবার নজর ঘুরতেই একের পর এক হিন্দু যুবককে গ্রেফতার করছে পুলিশ'
হিন্দুস্তান টাইমস | ১৩ মে ২০২৫
মুখ্যমন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করতে মুর্শিদাবাদে গিয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে সংবাদমাধ্যমের নজর সরতেই সেখানে ভুয়ো অভিযোগে একের পর এক হিন্দু যুবককে গ্রেফতার করছে পুলিশ। এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান এব্যাপারে ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। একই সঙ্গে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে কয়েক দশকের পুরনো পুলিশ ফাঁড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের ভাড়াবাড়ি রাতারাতি খালি করে দিতে বাধ্য করার অভিযোগও তুলেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে।
সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘মুর্শিদাবাদে ভুয়ো মামলায় হিন্দু যুবকদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। গত পরশু দিন ৩ জনকে তুলে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ১ জনকে ছেড়ে দিয়েছে। বাকি ২ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। মুখ্যমন্ত্রী গত ৫ মে মুর্শিদাবাদে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করে এসেছেন। আর তার পর অপারেশন সিঁদুরের দিকে সংবাদমাধ্যমের নজর ঘুরে যেতেই নির্বিচারে হিন্দু যুবকদের গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ। এই সরকার হিন্দুবিরোধী। নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে হিন্দু যুবকদের ওপর অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।’
শুভেন্দুবাবু জানান, ‘আমাদের আইনজীবীরা পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।’
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পুলিশের ফাঁড়ি তুলে নেওয়া হয়েছে। ২০০২ সাল থেকে সেখানে ফাঁড়ি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ওই ফাঁড়ি হয়নি। ৫ মে বহরমপুর সার্কিট হাউজে বসে চা খেতে খেতে রাজীব কুমারকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন।