• নার্সদের ধন্যবাদ জ্ঞাপন নয়, উৎসাহিত করা যায়: কাকলি
    দৈনিক স্টেটসম্যান | ১৩ মে ২০২৫
  • আধুনিক নার্সিংয়ের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন উপলক্ষ্যে ১২ মে বিশ্ব জুড়ে পালিত হয় ‘আন্তর্জাতিক নার্স দিবস’। সমাজের অন্ধকার দূর করে আলোর দিশা দেখিয়েছিলেন যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাঁর অবদান ভোলেননি বিশ্ববাসী। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদানকে স্মরণ করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সকল নার্সদের সংবর্ধনা দিয়ে সোমবার নার্স দিবস উদযাপন করেন বারাসতের তৃণমূল সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। এদিন বারাসত হাসপাতালের সকল নার্সদের সঙ্গে নিয়ে কেক কেটে, তাঁদের হাতে চকলেট তুলে দেন সাংসদ।

    পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে নার্সদের সংবর্ধনাও জানান। সাংসদ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা. সুব্রত মন্ডল। নার্স ব্যতীত রোগীর জীবন যুদ্ধ যে বড়োই কঠিন, এদিন সেই প্রসঙ্গ তুলে ধরেন সাংসদ। কঠিন রোগাক্রান্তকে সুস্থ করে তুললে চিকিৎসক প্রশংসা পান, তবে নার্স-দিদিরা রয়ে যান আড়ালে! চিকিৎসক সাংসদের ভাষায়, ‘রোগাক্রান্তকে সুস্থ করে তুলতে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অনস্বীকার্য। হাসপাতালের চিকিৎসকদের মেরুদণ্ড থেকে
    ডান হাতই হল এই নার্স। তাই এই বিভেদ আমাদের চোখে ধরা পড়ে না।’

    নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাকলি আরও বলেন, ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নামে শপথ নিয়ে তাঁরা যেভাবে রোগী পরিষেবায় ব্রতী হন এবং দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেন, এই মানসিকতাকে কেবল ধন্যবাদ জানিয়ে ছোট করা যায় না। পুস্পস্তবক এবং চকলেট দিয়ে তাঁদের আরও উৎসাহিত করা যায়।’

    উল্লেখ্য, বারাসত হাসপাতালের রূপকার সাংসদ কাকলি নিজের উদ্যোগেই এই হাসপাতালকে ঢেলে সাজিয়েছেন। আগামীদিনে আরও কী কী পরিকল্পনা রয়েছে তাঁর? এ প্রসঙ্গে তিনি জানান, ‘সাংসদ তহবিলের অর্থ দিয়ে যাবতীয় উন্নয়ন করা হয়েছে এই হাসপাতালের। আমি যা যা দিয়েছি, মুখ্যমন্ত্রী আরও ঢেলে সাজিয়েছেন। আগামীদিনে বার্ন ইউনিটের সংস্কার হবে, এমআরআই মেশিন বসবে, ট্রমা কেয়ার ইত্যাদি হবে। বারাসতের মানুষকে এখন চিকিৎসা পরিষেবার জন্য এদিক-ওদিক ছুটতে হয় না।’ সুতরাং, বারাসত হাসপাতালের উন্নয়নের কাজ যে চলবে, সে কথাই জানিয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)