• নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া তৈরি, পাঠানো হল নবান্নে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ মে ২০২৫
  • আগামী ৩১ মে–র মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তির খসড়া তৈরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। ওই খসড়া অনুমোদনের জন্য ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে।

    শিক্ষা দপ্তরের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। সেটি নবান্নে পাঠিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও শিক্ষা দপ্তর শূন্য পদের তালিকা হাতে পায়নি। রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক কতগুলি শূন্য পদ আছে তার খতিয়ান না থাকলে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব নয়। এই খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের। এই খতিয়ান শিক্ষা দপ্তরে পাঠানো হলেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন।

    এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে। তাতে রায় পুনর্বিবেচনার মামলায় কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হয়। কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দেওয়া হলে সমস্যায় পড়বে রাজ্য। কারণ, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে আগামী মাস থেকে শিক্ষক-শিক্ষিকাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। সেই কারণে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য। চাকরিহারাদের একাংশের দাবি, শিক্ষক-শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে তাঁদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে।

    এখনও চাকরিহারারা এসএসসি-র দপ্তর ঘেরাও করে রেখেছেন। বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান। আগামী ১৫ তারিখ শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। শিক্ষা দপ্তরের দাবি, এ সব আন্দোলনের কারণে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্ম প্রভাবিত হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)