অয়ন ঘোষাল: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকল। ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিক দিন নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ থেকে একুশে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক দিনের থেকে ৯ দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করল। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গ
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত আর্দ্র গরম এবং অস্বস্তি বজায় থাকবে। মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমান বাড়তে পারে। উইকেন্ডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তারই মধ্যে ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে তাপপ্রবাহের সম্ভাবনা। তাপপ্রবাহের পরিস্থিতিতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায়। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস।বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। তাপপ্রবাহের পরিস্থিতি দুই জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায়।
তাপপ্রবাহের পরিস্থিতি মালদাতেই বেশি। বুধবার পর্যন্ত মালদা জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুরে তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার । মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ওপরের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত।
ঝড়বৃষ্টির সম্ভাবনা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতে ও ঝড়বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
কলকাতা
দুপুরে চরম অস্বস্তিকর গরমে হাসফাস অবস্থা। বিকেলের পর হালকা বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা পরশুর থেকে গতকাল কিছুটা নেমেছে। কালকের বৃষ্টির ফলে আজ পারদ খুব একটা উত্থানের সম্ভবনা কম।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা বৃষ্টির জেরে স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কমে ২৩.৫ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি। আজ দুপুরে সেই তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ভোরে ৩৫ শতাংশ। বেলায় ৯৮ শতাংশ। বিকেলে ১১০ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৯ মিলিমিটার।