• নোয়াপাড়া থেকে দমদমের মাঝে বিভ্রাট, বন্ধ রইল মেট্রো চলাচল
    এই সময় | ১৩ মে ২০২৫
  • নোয়াপাড়া-দমদমের মাঝে সমস্যা। তার জেরে মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ বন্ধ রইল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল। যদিও দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলেছে। তবে কবি সুভাষগামী মেট্রো স্টেশনগুলিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। মেট্রোর ইঞ্জিনিয়াররা তড়িঘড়ি সমস্যা মিটিয়ে নোয়াপাড়া-দমদমের মাঝে আবারও পরিষেবা স্বাভাবিক করেন। শুরু হয় দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল।

    কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, নোয়াপাড়া আর দমদমের মাঝে একটি পয়েন্টে সমস্যা হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। দ্রুততার সঙ্গে সমস্যা মেটানোরও চেষ্টা করেন। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।

    তবে গীতাঞ্জলি, মহানায়ক উত্তম কুমার, কবি সুভাষের মতো বিভিন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। মেট্রো চলাচল করলেও সময়ের থেকে বেশ কিছুটা দেরীতে চলছে বলে অভিযোগ যাত্রীদের। বিভিন্ন স্টেশনে মাইকিংও শোনা যায়, পর পর গাড়ি রয়েছে। তাই ভিড়ে ধাক্কাধাক্কির প্রয়োজন নেই। এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর।

  • Link to this news (এই সময়)