পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকে গুলিবিদ্ধ দুষ্কৃতী, বিধাননগরের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশকর্মীর...
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকে গুলিবিদ্ধ দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধান নগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায়। ওই পুলিশকর্মীর দাবি, জানা গিয়েছে, আত্মরক্ষার্থেই গুলি চালাতে বাধ্য হয়েছেন তিনি। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রাজেশ দাস, ঝাড়খণ্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিধান নগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের বাড়িতে চুরি করতে ঢুকেছিল রাজেশ।
ওই পুলিশকর্মীকে দেখে দাঁড়াতে বলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অভিযোগ, পুলিশকর্মীর কথা না শুনে উল্টে তাঁকে হুমকি দিতে থাকে ওই দুষ্কৃতি। তাঁর ওপর চড়াও হতে যায় বলে খবর সূত্রের। তখনই নিজের আত্মরক্ষার্থে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তাঁর রিভলভার থেকে গুলি ছোঁড়ে। হাসপাতাল সূত্রে খবর, কোমরের নিচে পা ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন রাজেশ দাসের দাবি, ‘আমি অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। তখন ওই পুলিশের বাড়িতে ঢুকেছিলাম। পালাতে যাচ্ছিলাম তখনই গুলি চালানো হয় আমার ওপর। আমি এখন মহকুমা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা এক্স-রে করলেও কিছু পাওয়া যায়নি’। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ, ইস্ট, অভিষেক গুপ্তা বলেন, ‘এক চোর ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে ঢুকে ছিল চুরি করতে। পুলিশ আধিকারিককে দেখে দুষ্কৃতী হামলা চালিয়েছিল। তখন ওই পুলিশকর্মী আত্মরক্ষার্থে গুলি চালান। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।