খেলতে বেরিয়েছিল, আর বাড়ি ফেরেনি, একসঙ্গে নিখোঁজ চার নাবালক
আজকাল | ১৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: খেলতে বেরিয়েছিল, অন্যান্য দিনের মতোই। কিন্তু খেলা শেষে আর বাড়ি ফেরেনি তারা। একসঙ্গে নিখোঁজ চার নাবালক। ঘটনায় শিলিগুড়ির মাদানী বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা প্রথমে নিজেরাই খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ নাবালকদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেউ কেউ আশঙ্কা করছেন যে কোনও ব্যক্তির প্ররোচনায় তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। অন্যদিকে ঘটনার অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ মেলেনি।
এই ঘটনার জেরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ নাবালকদের পরিবার। কোথায় গেল তারা? কেউ কি তাদের ভুলিয়ে অন্যত্র নিয়ে গেল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। অপেক্ষা এখন, ঘরের ছেলের ঘরে ফিরে আসার।