আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জে। মঙ্গলবার দেবীদাসপুর সংলগ্ন জোতকাশী আমবাগান থেকে দু’বালতি তাজা বোমা উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতেই তাজা বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এলাকায় খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে গোটা জায়গাটিকে ঘিরে ফেলেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল ইউনিটকে।
বালতি ভর্তি বোমা ওই এলাকায় কীভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সামশেরগঞ্জে পরপর দু’দিন দুটি পৃথক আলাদা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। রফিকুল ইসলাম নামে এক গ্রামবাসী জানান, ‘মঙ্গলবার সকালে পুলিশের থেকে জানতে পারি বাগানের মধ্যে থেকে দু’বালতি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশের নজরে না আসলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত’। প্রসঙ্গত, সোমবার সকালে সামশেরগঞ্জের মালঞ্চ গ্রামে ‘রঙিন বোমা’-কে বল ভেবে খেলতে গিয়ে গুরুতর জখম হয়েছে দুই শিশু।
স্থানীয় সূত্রে খবর, এলাকার নিকটবর্তী অ্যাশ পন্ডের ছাই তোলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। অভিযোগ, স্থানীয় এক দুষ্কৃতী মীর মোজাম্মেল ওরফে মদন মীর এলাকায় সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে বাড়ির কাছে প্রচুর ‘বল বোমা’ মজুত করে রেখেছিল। তা ফেটেই আহত হয় দুই শিশু। মঙ্গলবার ফের বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানান, সুতি এবং সামশেরগঞ্জে সাম্প্রতিক অশান্তির পর জেলা পুলিশের বিশেষ দল সমস্ত থানা এলাকায় বোমা উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালাচ্ছে। পুলিশের অনুমান ,গ্রেপ্তারি এড়ানোর জন্য অনেক এলাকায় দুষ্কৃতীরা গোপনে মজুত করে রাখা বোমা বিভিন্ন এলাকায় ফেলে যাচ্ছেন।