• অবিবাহিত নাতির প্রেমে মজলেন ঠাকুমা, ঘর ছাড়লেন, দাদু বোঝানোর পরেও মানতে নারাজ ...
    আজকাল | ১৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নাতির প্রেমে ঠাকুমার হাবুডুবু! শোরগোল এলাকায়। এলাকাবাসী হতভম্ব। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট গদাইখোরা এলাকার। 

    স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ঠাকুমার সঙ্গে নাতির প্রেম জমে উঠেছিল। প্রেমের কারণে নাতি ও ঠাকুমা পালিয়েও যায় একবার। বুঝিয়ে শুনিয়ে দুজনকেই ফিরিয়ে নিয়ে আসা হয় তাঁদের নিজের নিজের সংসারে। নাতি অবিবাহিত। অপরদিকে ঠাকুমার তিন সন্তান। বাড়িও পাশাপাশি৷ আবারও ঘর ছাড়তে চাইলেন ঠাকুমা। স্বামী সন্তান থাকা সত্ত্বেও বাড়ি থেকে কয়েক মিটার দূরে নাতির বাড়িতে গিয়ে হাজির তিনি। দাবি- নাতিকে নিয়েই থাকতে চান। কিন্তু এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছেন না ঠাকুমার স্বামী। তাঁর কথায়, সন্তান আছে, স্বামীও আছে। তারপরও এটা কীভাবে সম্ভব! 

    খবর জানাজানি হতেই এলাকাবাসী ভিড় জমান। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাঁদের থেকে। এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিপুল চন্দ্র বর্মন বলেন, 'প্রায় আড়াই মাস আগে ঠাকুমা এবং নাতি প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যায় এবং প্রায় ২৫ দিন তাঁরা একসঙ্গে কাটায়। পরবর্তী সময়ে দুই পরিবারের আলোচনাতে দুজনেই দুজনের সংসারে ফিরে আসেন।'  স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে যাই। গোটা ঘটনার বিবরণ শুনে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে নাতি বা ঠাকুমার প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (আজকাল)