বাঁকুড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার পাটাতন পড়ে মৃত্যু ২ শ্রমিকের
দৈনিক স্টেটসম্যান | ১৩ মে ২০২৫
তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে লোহার পাটাতন পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের। এই দুর্ঘটনার জেরে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। বিক্ষোভে শামিল হয়েছেন অন্যান্য শ্রমিকরা।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম প্রেম শঙ্কর ও কানোয়ার পাল। প্রেমের বয়স ৩১ বছর, কিষাণের বয়স ২১ বছর। দু’জনেরই বাড়ি উত্তর প্রদেশের বরেলিতে। তাঁরা এখানে চুক্তিভিত্তিতে কাজ করতেন অর্থাৎ ঠিকা শ্রমিক ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে নতুন দূষণ নিয়ন্ত্রক চিমনি তৈরির কাজ চলছে। কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার শ্রমিকরা নির্মীয়মাণ চিমনির প্রায় ১০০ মিটার উঁচুতে লোহার পাটাতন বেঁধে কাজ করছিলেন। সোমবার সন্ধ্যার প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সময় একটি টিনের শেডের তলায় আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক।
ঝড়ের দাপটে আচমকাই ১০০ মিটার উঁচুতে থাকা সেই লোহার পাটাতন উড়ে গিয়ে পড়ে সেই টিনের শেডে। টিন চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হন। গঙ্গাজলঘাটি থানার পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরেকজনের চিকিৎসা চলছে।
মৃতদের পরিবারদের উপযুক্ত আর্থিক সাহায্যের দাবি করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরা। একই সঙ্গে কাজের নিরাপত্তার দাবিও জানিয়েছেন ঠিকাদারের কাছে। ঠিকাদার সংস্থার এক কর্তা জানিয়েছেন, শ্রমিকদের দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।